ঢাকা : টানা চার দিন উত্থানের পর আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ এপ্রিল) পুঁজিবাজারে ছন্দপতন হয়েছে। শেয়ার বিক্রি চাপে দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের সূচক কমেছে ২২ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে গত মঙ্গলবার থেকে রোববার (২১এপ্রিল) চার কর্মদিবস উত্থানের পর আজ বাজারে ছন্দপতন হল। এই ছন্দপতনের দিন ব্যাংক-বিমা খাত দাপট দেখিয়েছে।
এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১০টির আর অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ার। আর ব্যাংক খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে দশ টির আর অপরিবর্তিত রয়েছে দশ কোম্পানির শেয়ার। আর তাতে বড় সূচক পতন থেকে রক্ষা পেলো পুঁজিবাজার।
ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটিতে ৩৭৮টি প্রতিষ্ঠানের মাত্র ১৪ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৬৯৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২২টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম দমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৯ দশমিক ৫৫ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৫৯৩ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৯৫ কোটি ৮৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার। আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসির শেয়ার। এরপর লেনদেন হয় বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, বিএসসি, স্কয়ার ফার্মা, জেনেক্স ইনফোসেস, প্রভাতি ইন্স্যুরেন্স, ডরিমন, বিডিকম এবং লাফার্জহোলসিম লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ বাজারে ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে ২৯টির। ৫৪ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার শেয়ার।