ঢাকা : বিভিন্ন দেশের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে এ ঘাটতির পরিমাণ দাঁড়াল প্রায় ১৯৩ বিলিয়ন ডলার। গত বছর ছিল প্রায় ১০৩ বিলিয়ন ইউএস ডলার।
সোমবার (৪ এপ্রিল) ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
শেষ আর্থিক হিসাব বছরে আমদানি ও রপ্তানি উভয়ই ঊর্ধ্বমুখী ছিল। সে বছর ভারতের আমদানি ও রপ্তানি ছিল যথাক্রমে প্রায় ৬১১ বিলিয়ন ও ৪১৮ বিলিয়ন ইউএস ডলার। এ ছাড়া প্রায় ১৯৩ ডলারের বাণিজ্য ঘাটতি ছিল।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ভারতের আমদানি বাণিজ্য এপ্রিল ২০২১-মার্চ ২০২২ সময়ে ৫৪ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬১১ বিলিয়ন ডলারে পৌঁছায় যা গত বছর একই আর্থিক বছরে ছিল প্রায় ৩৯৫ বিলিয়ন ইউএস ডলার।
এতে আরও জানা যায়, ২০২১-২২ আর্থিক বছরে ভারতে মোট বাণিজ্য ঘাটতি যেখানে ১৯৩ বিলিয়ন ইউএস ডলার দাঁড়াই সেখানে কেবল ২০২২ মার্চ মাসেই ঘাটতি দেখা দেয় প্রায় ১৯ বিলিয়ন ইউএস ডলারে।
আশার কথা হল, প্রথমবারের মত ভারত এ বছর মার্চ মাসেই মাসিক রপ্তানি ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যেখানে গত বছর একই মাসে ছিল প্রায় ৩৬ বিলিয়ন ডলার।