ঢাকা : এশিয়ার অন্যতম বড় অর্থনীতি ভারতের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িক শুরু হয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে এই ধারা চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এটি আরও তীব্র হয়েছে। গত দুই দিনে বিদেশী ফান্ড ম্যানেজাররা প্রায় ২০০ কোটি ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ হাজার ২০০ কোটি টাকা) মূল্যের শেয়ার বিক্রি করেছে।
খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। তাতে জ্বালানী তেলে আমদানি-নির্ভর দেশ ভারতের অর্থনীতি প্রচণ্ড চাপের মুখে পড়তে পারে-এমন আশংকায় বিদেশী ফান্ড ম্যানেজাররা শেয়ার বিক্রি করে তহবিল প্রত্যাহারের জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তবে স্থানীয় বিনিয়োগকারীরা অতিমাত্রায় সক্রিয় থাকায় বাজারে বিদেশীদের শেয়ার বিক্রির কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না। এখনো বাজারে বিদেশীদের বিক্রি করা শেয়ার কেনার জন্য পর্যাপ্ত স্থানীয় বিনিয়োগকারী আছেন।
ব্লুমবার্গের সূত্র দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গত অক্টোবর মাস থেকে বিদেশী বিনিয়োগকারীরা ৩ দশমিক ২ ট্রিলিয়ন মূলধনের বাজারটিতে নেট বিক্রেতা হিসেবে আছে অর্থাৎ তখন থেকে শেয়ার কেনার চেয়ে বিক্রির পরিমাণ বেশি এসব ফান্ডের। ওই মাসে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সেনসেক্স ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে। এরপর বাজারটি বেশ কিছুদিন মূল্য সংশোধন হয়েছে।
গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্দ বিদেশী বিনিয়োগকারীরা এক হাজার ৯০০ কোটি ডলার মূল্যের বিনিয়োগ প্রত্যাহার করেছে। এর মধ্যে গত এক সপ্তাহে ২৯০ কোটি ডলারের বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
এবারের শেয়ার বিক্রির পরিমাণ ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে বিদেশী বিনিয়োগকারীদের বিক্রির চেয়ে বেশি। ওই সময় বিদেশী বিনিয়োগকারীরা প্রায় এক হাজার কোটি ডলারের বিনিয়োগ প্রত্যাহার করেছিল। অবশ্য বর্তমানে দেশটিতে বিদেশী বিনিয়োগের পরিমাণ ওই সময়ের চেয়ে অনেক বেশি।