সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেল ১০ প্রকল্প

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২

ঢাকা : জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার ব্যয় সম্বলিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি মেগা প্রকল্পও গুরুত্ব পেয়েছে। তাতে কোনোটির বরাদ্দ কমেছে আবার কোনো প্রকল্পে বেড়েছে।

​প্রধানমন্ত্রী ও এনইসি’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার (২ মার্চ) শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় উন্নয়ন বাজেট ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি উপস্থাপন করা হয়। পরে উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়।

এডিপিতে ১০টি বৃহৎ প্রকল্পের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। এই প্রকল্পে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ কোটি টাকা ছিল, যা আরএডিপিতে এখন বরাদ্দ ১৪ হাজার ৮৩৬ কোটি ৩৯ লাখ টাকা।

৬ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ পেয়ে মাতারবাড়ি ২৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ​কোল পাওয়ার্ড পাওয়ার প্রজেক্ট​ দ্বিতীয়।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি–৪) পাঁচ হাজার ৫৩ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ এখন আরএডিপিতে বেড়ে ৬ হাজার ১৩৮ কোটি তিন লাখ হয়েছে।

প্রায় দ্বিগুণ ২ হাজার ৩১৪ কোটি টাকা বরাদ্দ বাড়ছে পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পে। পদ্মা সেতু রেল সংযোগ তিন হাজার ৮২৩ কোটি থেকে কমে হয়েছে ৬ হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ।

এছাড়া চলমান উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ কমছে ৫৬৭ কোটি টাকা। ৪ হাজার ৮০০ কোটি টাকা থেকে চূড়ান্ত আরএডিপিতে বরাদ্দ করা হয়েছে ৪ হাজার ২৩৩ কোটি টাকা।

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)​ ২ হাজার ৮২৭ কোটি ৫২ লাখ থেকে বেড়ে প্রায় ৩ হাজার ৪৭২ কোটি ৬০ লাখ টাকা।

এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পে ৩ হাজার ৫০০ কোটি বরাদ্দ কমে হয়েছে ২ হাজার ৪৯৯ কোটি ৯৯ লাখ টাকা।

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর ​মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত)​ ২ হাজার ৫৫০ কোটি থেকে বরাদ্দ হয়েছে ২ হাজার ৩৪৫ কোটি টাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে ৩ হাজার ৫৮০ কোটি থেকে বরাদ্দ কমে হয়েছে ২ হাজার ১৭৭ কোটি ৩৫ লাখ টাকা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) চলমান উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ কমছে ৫৬৭ কোটি টাকা।

২০২১-২০২২ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় প্রকল্প ১৭৭০টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৫২০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৪২টি এবং স্বায়ত্বশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ১০৮টি প্রকল্প।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com