ঢাকা : অক্টোবর মাসে রপ্তানি আয়ে ধস নেমেছে। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। এর পাশাপাশি লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি আয় কমেছে ২৮ দশমিক ৩৫ শতাংশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে বাংলাদেশে তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি বাবদ আয় হয়েছে ৩৭৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ টাকা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ একক মাস হিসেবে ২০২২ সালের অক্টোবর মাসের তুলনায় ২০২৩ সালের অক্টোবর মাসে রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।
এদিকে, একক মাস হিসেবে রপ্তানি আয় কমার পাশাপাশি সরকারের লক্ষ্যমাত্রা পূরণেও ব্যর্থ হয়েছে। অক্টোবর মাসে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫২৫ কোটি ১০ লাখ ডলার। আর আয় হয়েছে ৩৭৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ২৮ দশমিক ৩৫ শতাংশ কমেছে।
ইপিবির তথ্য মতে, ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য এবং বাইসাইকেলসহ সকল খাত মিলে অক্টোবর মাসে রপ্তানি আয় হয়েছে ৩৭৬ কোটি ২০ লাখ ডলার। যা ২০২২ সালের অক্টোবর মাসে ছিল ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলার। সেই হিসেবে রপ্তানি আয় কমেছে ৫৯ কোটি ৪৬ লাখ ডলার।
প্রতিবেদন অনুযায়ী, সব মিলে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাসে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে এক হাজার ৭৪৪কোটি ৭৪ লাখ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল এক হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ টাকা। সেই হিসেবে অর্থবছরের চার মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৩ দশমিক ৫২ শতাংশ। তবে এ সময় লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি আয় কম হয়েছে ৯ দশমিক ৩১ শতাংশ।
পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, আগামী দিনে রপ্তানি আয় আরও কমবে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।