আন্তর্জাতিক ডেস্ক: চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। ইরানকে ড্রোন তৈরির উপাদান সরবরাহ করার অভিযোগে রয়েছে চীনের বিরুদ্ধে। চীন বলেছে, ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, এক্ষেত্রে নিজের স্বার্থ রক্ষা করার জন্য চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত সপ্তাহে ইরান, চীন, রাশিয়া ও তুরস্ক-ভিত্তিক সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন দাবি করে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সমরাস্ত্র ও ড্রোন তৈরির কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে এবং এসব কাজে আর্থিক লেনদেন সম্পন্ন করেছে।
মার্কিন বাণিজ্য বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালান এস্টেভেজ দাবি করেছেন, ইরান ড্রোন তৈরি করে যাতে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার হাতে তুলে দিতে না পারে সেজন্য এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য বিষয়ক মুখপাত্র বলেছেন, চীন সরকার কঠোরভাবে নিজের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। ওই মুখপাত্র আরো বলেন, মার্কিন সরকার একতরফা নিষেধাজ্ঞার অপব্যবহার করে বৈশ্বিক বাণিজ্য ও লেনদেন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ন্যায়সঙ্গত অধিকারকে পদদলিত করছে।