আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের গুলিতে ১৭ বছরের তরুণ নাহেল এম মারা যাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়ে পুরো ফ্রান্স। লাগাতার বিক্ষোভে অচল হয়ে পড়েছে ফ্রান্স। এমন পরিস্থিতিতে নাহেলের নানী বিক্ষোভকারীদের সরে আসার আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরা
শনিবার তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিক্ষোভকারীদের এখন থামা দরকার। এজন্য আমি তাদের বিক্ষোভ থেকে সরে আসার অনুরোধ করছি। একই সঙ্গে তিনি বলেন, বিক্ষোভকারীরা নাহেলের ঘটনাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে।
উত্তর আফ্রিকার বংশোদ্ভূত ১৭ বছরের তরুণ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ফ্রান্সে নতুন করে বর্ণবাদ, ধনী-গরীব বৈষম্যের বিষয়টি সামনে এসেছে।
গতকাল রোববার নাহেলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্যারিসের নান্টেরের গ্রান্ড মসজিদ তার জানাজা সম্পন্ন হয়।
নাহেলকে গুলি করে হত্যার পর হাজার হাজার বিক্ষোভকারীরা বিক্ষোভ করতে থাকেন। দোকানপাট, গাড়ি ও বাসে অগ্নিসংযোগ ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়।
হামলাকারীরা প্যারিসের মেয়রের বাড়িতে হামলা চালায়। এ হামলার নিন্দা জানিয়েছে ডানপন্থী রাজনীতিবিদরা। বিক্ষোভকারীরা একটি জ্বলন্ত গাড়ি নিয়ে মেয়রের বাড়িতে প্রবেশ করে।
এ ঘটনার সময় মেয়রের দুই শিশু এবং স্ত্রী বাসার মধ্যে ছিলেন। আগুনে তার স্ত্রী বেশ আহত হয়েছে এবং পাও ভেঙে গেছে। আইনজীবীরা বলছেন এটা হত্যাকাণ্ডের সামিল।
এদিকে বিক্ষোভ ঠেকাতে নতুন করে ৭ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।