প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

ঢাকা : দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ৩৮ কিলোমিটার নীচে সৃষ্টি হয়।

সিএনএন এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুক্রবার (১৯ মে) আঘাত হানা এ ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭ দশমিক ৮। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভানুয়াতিতে এক মিটার উঁচু এবং ফিজি, ন্উি ক্যালেডোনিয়া ও কিরিবাতিতে ০.৩ মিটার পর্যন্ত জলোচ্ছাস সৃষ্টি হতে পারে।

নিউজিল্যান্ডের অসামরিক প্রতিরক্ষা বিভাগ সতকর্তা জানিয়ে বলেছে, দেশটির উপকুলীয় এলাকাগুলোতে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত এবং সৈকতগুলোতে অভাবনীয় জোয়ারের সৃষ্টি হতে পারে। দেশটি জানিয়েছে, ভূমিকম্প তাদের দেশের জন্য সুনামির হুমকি সৃষ্টি করবে কিনা তা তারা খতিয়ে দেখছেন। এছাড়াও পাপুয়া ন্উিগিনি, গুয়াম ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপেও ছোট আকারের ঢেউ সৃষ্টি হতে পারে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, তাদের পূর্ব উপকুলের লর্ড হাওই দ্বীপও জলোচ্চাসের হুমকিতে রয়েছে। সূত্র – সিএনএন

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com