আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পরমাণু চালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বুসান শহরের বন্দরে এসেছে পৌঁছেছে। পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার অঙ্গীকার হিসেবে সাবমেরিনটি বুসানে এসেছে। শুক্রবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
প্রায় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর ‘এসএসজিএন’ শ্রেণির একটি সাবমেরিন বা ক্রুজ-মিসাইল সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় থামল। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে এবং গত মাসে পিয়ংইয়ংয়ের একটি গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার পরে এই আগমন ঘটে।
এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোরীয় উপদ্বীপে ‘কৌশলগত সম্পদের নিয়মিত দৃশ্যমানতা আরও উন্নত করতে’ ওয়াশিংটনে সম্মত হন।
দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তাদের সর্বনিম্ন পর্যায়ে, পাশাপাশি কূটনীতি স্থবির হয়ে পড়েছে এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক রাষ্ট্র এবং কৌশলগত পরমাণু অস্ত্রসহ সামরিক শক্তি বৃদ্ধির ধোষণা দিয়েছেন।
জবাবে সিউল এবং ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে তাদের মিত্রদের বিরুদ্ধে পিয়ংইয়ং যদি কখনো তার কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের মুখোমুখি হবে এবং উত্তর কোরিয়ার বর্তমান সরকারের ‘অবসান’ ঘটবে।
ঘোষণায় ওয়াশিংটনের ‘দক্ষিণ কোরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি’ এবং কোরিয়াকে পারমাণবিক সহ মার্কিন সক্ষমতার সম্পূর্ণ পরিসরের সমর্থন দেয়া হয়েছে।