চ্যাটজিপিটিকে টেক্কা দেবে ইলন মাস্কের ট্রুথজিপিটি

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আলোচিত আর্টিফিসিয়াল ইন্টেলেজিন্সি (এআই) চ্যাটজিপিটিকে টেক্কা দিতে মার্কিন ধনকুবের ইলন মাস্ক আনছে ট্রুথজিপিটি।

ইলন মাস্ক জানিয়েছেন, এই প্রযুক্তির মূল লক্ষ্য হবে ‘পাথ টু সেফটি’ অর্থাৎ যে প্রযুক্তি মানবসভ্যতার কল্যাণে নিয়োজিত থাকবে। তার দাবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রাথমিক লক্ষ্য হল মহাবিশ্ব সম্পর্কে আরও অনেক তথ্য খুঁজে বের করা। এই প্রযুক্তি মানুষকে প্রতিস্থাপন করবে না, কারণ আমরাও এই সুন্দর বিশ্বের অংশ।

চ্যাটজিপিটির থেকে কোন ক্ষেত্রে আলাদা ট্রুথজিপিটি?

সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানান, আমি একটি ট্রুথজিপিটি খোলার পরিকল্পনা করছি। না হলে এমন কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যা এই বিশ্বের অজানা বিষয়বস্তু সন্ধান করবে। এর পাশাপাশি বর্তমানে যে সব এআই প্রযুক্তি আলোড়ন সেই নিয়ে মতামত প্রকাশ করেন ইলন মাস্ক।

একসময় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইর সদস্য ছিলেন ইলন মাস্ক। কিন্তু ওপেনএআই থেকে পদত্যাগ করার পর প্রায়ই প্রতিষ্ঠানটির সমালোচনা করতে শোনা গেছে তার মুখে। ওপেনএআই ও চ্যাট জিপিটি প্রসঙ্গে ইলন মাস্ক জানান, মাইক্রোসফট এটিকে মুনাফা তৈরির মেশিনে পরিণত করেছে। কিন্তু বাস্তবে কোম্পানিটি এমন হওয়ার কথা ছিল না।

২০১৫ সালে ওপেনএআই-এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে তিনি ওপেনএআই ছেড়ে দেন, বর্তমানে টেসলা এবং স্পেসএক্স ছাড়াও সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার রয়েছে তার মালিকানায়।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এই মুহূর্তে চর্চায় রয়েছে চ্যাট জিপিটি এবং গুগলের এআই টুল বার্ড। যদিও এটি এখনও আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়নি। অন্যদিকে যত দিন যাচ্ছে ততই নিজেদের পরিষেবার গুছিয়ে তুলছে ওপেনএআই।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com