ফোনের অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে ৩০ দিন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

ঢাকা : এখন থেকে মোবাইল ফোনে কেনা ডাটার অব্যবহৃত অংশ পুনরায় ব্যবহার করা যাবে। ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে ভিন্ন মেয়াদের একই প্যাক কিনলে ৩ দিন মেয়াদের অব্যবহৃত ডাটা ৩০ দিন ব্যবহার করা যাবে। মোবাইল ফোনে ব্যবহৃত ইন্টারনেট ডাটা ব্যবহারের স্বাধীনতা নিশ্চিত করেছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মোবাইল ফোন অপারেটরদের জন্য তিন ধাপে সর্বোচ্চ ৯৫টি ডাটা প্যাকেজ দেয়ার সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর কেনো ধাপেই ৫০টির বেশি প্যাকেজ থাকতে পারবে না।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বিটিআরসি সম্মেলন কক্ষে তিন পর্বে মোবাইল ডাটার নতুন এই পদ্ধতি উপস্থাপন করেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। মোবাইল ডাটা সংক্রান্ত এই প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিটিআরসি ভাইস প্রেসিডেন্ট সুব্রত কুমার মৈত্র। প্রথম পর্বে নতুন প্যাকেজ নির্দেশিকা বাস্তবায়নের ওপর উপস্থাপনা তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে তুলে ধরা হয় নতুন ডাটা প্যাকেজের মেয়াদ নিয়ে। প্যাকেজ সংখ্যা, ডেটা ক্যারি ফরওয়ার্ড সহ প্রতি ধাপেই বেঁধে দেয়া প্যাকেজে স্বচ্ছ্বতা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছরের ২২ আগস্ট গণশুনানিতে মোবাইল ডাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। এর পরের মাসেই নতুন প্যাকেজ নীতিমালা প্রণয়ন কমিটি করে বিটিআরসি। এরপর সাড়ে ছয় মাসে ৯টি বৈঠকের মাধ্যমে অংশীজনদের অংশগ্রহণে গ্রাহকদের ডাটার মেয়াদ পুন:ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, একইভাবে দুই প্যাকেজের মধ্যে ব্যবধান ১০০ এমবি ডাটা অথবা ১০ মিনিট টক টাইমের বেশি হতে পারবে না। পাশাপাশি সকল ডাটা প্যাকেজে ৩দিন, সাত দিন, ১৫দিন ও ৩০ দিন মোট ৪টা মেয়াদ থাকতে পারবে। রেগুলার প্যাকেজগুলোর মেয়াদ ন্যূনতম ১ মাস। গ্রাহকের ব্যবহার সক্ষমতা নিশ্চিত করতে প্যাকেজে মেয়াদ শেষ হওয়ার আগে ভিন্ন মেয়াদের একই প্যাক ক্রয় করলেই ৩ দিন মেয়াদের অব্যবহৃত ডেটা পুরো ৩০ দিন ব্যবহার করতে পারবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com