সুন্দরবনে পর্যটক প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

ঢাকা : সুন্দরবনের প্রাণ প্রকৃতি, বন্যপ্রাণী এবং মাছের বিচরণ ও প্রজনন সুরক্ষায় তিন মাসের জন্য পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (১ জুন) থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবনে পর্যটক ও সাধারণ মানুষের চলাচলসহ নদী ও খালে মাছ ধরা যাবে না।

বন বিভাগ বলছে, সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুন থেকে আগস্ট এই তিন মাস প্রজনন মৌসুম। সুন্দরবনের নদী ও খালে থাকা বেশির ভাগ মাছ এ সময়ে ডিম ছাড়ে। ফলে ১ জুন থেকে ৯২ দিনের জন্য জেলেদের সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ রাখা হয়েছে। সুন্দরবনের জলভাগে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া আছে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, খুলনাতে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৮ হাজার ১১৩ জন। আর সমুদ্রগামী জেলে ২৩ হাজার ৭৭ জন। আমরা ইতোমধ্যে জেলেদের জন্য ১ হাজার ২৯২ টন চাল বরাদ্দ দিয়েছি। তার মধ্যে ৬৬৭ টন বিতরণ করা হয়েছে।

সুন্দরবনের কালাবগি ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম বলেন, তিন মাস সুন্দরবনে প্রবেশ বন্ধের মূল উদ্দেশ্য হলো মাছের প্রজনন বৃদ্ধি করা। ফলে সুন্দরবনের সব পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের যাতায়াতও বন্ধ থাকবে।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মহসিন হোসেন বলেন, নিষেধাজ্ঞার সময়ে প্রান্তিক জেলে বাওয়ালিদের বিকল্প খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে মাসে ৪০ কেজি চাল দেওয়ার প্রস্তাব করেছি। এটা প্রক্রিয়াধীন আছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সফলভাবে এ নিষেধাজ্ঞা পালন করা গেলে মাছের প্রজনন, উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন নিরাপদ হবে। এতে মাছের পরিমাণ বাড়বে ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com