মোখার তাণ্ডবে বিপর্যস্ত রাখাইন, মৃত্যু ২৯

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার বড় ধরনের তাণ্ডবের কবলে পড়েছে মিয়ানমারের রাখাইনে। ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। তাণ্ডবে বিপর্যস্ত রাখাইনে অনেক ঘর-বাড়ি, সড়ক ও বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে।

তথ্য জানিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাখাইনের সিত্তওয়েতে। ঘূর্ণিঝড়ে রাখাইনে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। রবিবার মোখা আঘাতের সময় ঘণ্টায় বাতাসের বেগ ছিল ১৯৫ কিলোমিটার। গত এক দশকে এমন শক্তিশালী ঝড় আঘাত হানেনি বলে প্রতিবেদনে এসেছে।

মোখার কারণে দেশটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতজনের মৃত্যু হয়েছে এ বিষয়ে তথ্য গোপন করছে মিয়ানমার সামরিক সরকার। মিডিয়ার ওপরও ব্যাপক বিধিনিষেধ রয়েছে বলে জানা গেছে।

এএফপির সঙ্গে আলাপে দেশটির রোহিঙ্গা শিবিরের এক নেতা বলেন, সিত্তওয়ের উত্তর-পশ্চিম খাউং ডোকের কার গ্রামে মোখের তাণ্ডবে অন্তত ২৪ জন মারা গেছেন। এর আগে সামরিক সরকার বিশদ বিবরণ না দিয়ে জানিয়েছিল, ঘূর্ণিঝড়ে অন্তত ৫ জন মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন কয়েকজন। নিচু এলাকার রোহিঙ্গা গ্রাম ও আইডিপি ক্যাম্পে আরও কয়েকজন নিখোঁজ আছে বলেও এএফপিকে জানান তিনি। জান্তার ভয়ে নাম প্রকাশ না করার শর্ত দেন তিনি।

এএফপির ধারণকৃত ফুটেজে দেখা গেছে, ঝড়ের তোড়ে নৌকাগুলো ভেঙে তীরে জমা হয়েছে।

স্থানীয় স্লাইকোন সেন্টারের তথ্য অনুযায়ী, সিত্তওয়েতে এখন পর্যন্ত সাড়ে ৮০০ ঘর ও ১৪টি হাসপাতাল বা ক্লিনিক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক অবস্থায় ফিরেনি। গুরুত্বপূর্ণ সড়ক নষ্ট হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার পর্যন্ত রাখাইনের শহরটির সঙ্গে অন্যান্য জায়গার যোগযোগ অনেকটা বিচ্ছিন্ন ছিল। শহরটিতে কমপক্ষে দেড় লক্ষাধিক লোকের বসবাস।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com